thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

প্রাথমিকে বর্তমান রোল নিয়েই পরের শ্রেণিতে উত্তীর্ণ

২০২০ নভেম্বর ২৩ ২০:২৭:১৩
প্রাথমিকে বর্তমান রোল নিয়েই পরের শ্রেণিতে উত্তীর্ণ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত মার্চের মাঝামাঝি থেকে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তাই প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ছাড়াই সব শিক্ষার্থী পরের শ্রেণিতে উত্তীর্ণ হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বর্তমান শ্রেণির রোল নম্বরই বিদ্যমান থাকবে পরের শ্রেণিতে।

তবে এর মধ্যেও ছোট একটা মূল্যায়ন হবে। চলতি বছরের প্রথম আড়াই মাসের ক্লাস এবং এ সময় যেসব শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে, সেগুলোর ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হবে। অব্শ্য শ্রেণি উত্তরণ কিংবা রোল নম্বরে এর কোনো প্রভাব থাকবে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম আজ সোমবার গণমাধ্যমকে এসব তথ্য জানান।

আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হয়েছে। সেই সময় তাদের ক্লাস টেস্ট নেওয়া হয়েছে, শিক্ষকরা পড়িয়েছেন।এখন সেসব মূল্যায়নে আনা হবে।’

করোনাভাইরাস মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মধ্যে সংসদ টেলিভিশন, বেতার, কমিউনিটি রেডিও এবং জুম প্ল্যাটফর্মে যেসব শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে, সেগুলোও মূল্যায়ন করা হবে।

এ ছাড়া ছুটির মধ্যেও অনেক শিক্ষক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়া দিয়ে পড়া আদায় করেছেন জানিয়ে মনসুরুল আলম বলেন, সেসবও তারা মূল্যায়নে আনবেন।

এর বাইরে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যার তথ্য-উপাত্ত শিক্ষকদের কাছে রয়েছে, সেসবও মূল্যায়নে আনা হবে।

তবে এসব বিষয় মূল্যায়ন করা হলেও তা পরের শ্রেণিতে ওঠার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে জানান মহাপরিচালক।

প্রাথমিকের মহাপরিচালক বলেন, ‘এবার আনুষ্ঠানিক কোনো পরীক্ষা হচ্ছে না- এটা মাথায় রেখেই মূল্যায়ন করা হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের আগের (এবারের) রোল নম্বরই অনুসরণ করবেন, সবাই পরের ক্লাসে প্রমোশন পাবে।’

করোনার প্রভাবে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং স্কুলের বার্ষিক পরীক্ষা নিচ্ছে না সরকার।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর