thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২০২০ নভেম্বর ২৪ ১৩:০২:৩৪
খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দ্য রিপোর্ট প্রতিবেদক: দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মুনীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান মঙ্গলবার সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। করোনা নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতার কারণে তিনি আর সেরে উঠতে পারেননি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর