thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

২০২০ নভেম্বর ২৫ ১০:৫৪:২৩
নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীররাতে শিবপুর উপজেলার মুরগিবের গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শিবপুর থানার ওসি মোল্লা আজিজ জানান, মঙ্গলবার দিবাগত রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল মুরগিবের গ্রামে হানা দেয়। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে যায়। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়া হয়।

পরে লোকজন সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় দুজনকে আটক করে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এক ডাকাতকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর