thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

মুনীর চৌধুরীর জন্মদিনে গুগলের ডুডল

২০২০ নভেম্বর ২৭ ১০:৫৫:১২
মুনীর চৌধুরীর জন্মদিনে গুগলের ডুডল

দ্য রিপোর্ট ডেস্ক: শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিন আজ। প্রখ্যাত এই লেখক ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রতি সম্মান দেখিয়ে সার্চ জায়ান্ট গুগল ডুডল প্রকাশ করেছে। ২৭ নভেম্বরের প্রথম প্রহরে ডুডল প্রকাশ করে গুগল।

এতে দেখা যায়, গুগলের লোগোর মাঝখানে শহীদ মুনীর চৌধুরী খোলা বই হাতে। গায়ে শাল জড়ানো। চোখে মোটা কালো ফ্রেমের চশমা। এ উপলক্ষে গুগলের লোগোও বিশেষভাবে তৈরি করা হয়েছে। ছবির ওপরে ক্লিক করলে মুনীর চৌধুরীর ছবিসহ তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

শহীদ মুনীর চৌধুরী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হন।

উল্লেখ্য, গুগল বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট জনদের জন্মদিন, মৃত্যুদিবস ও বিশেষ দিবসের স্মরণে ডুডল প্রকাশ করে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর