thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

২০২০ নভেম্বর ২৭ ১৯:৩৮:৩০
ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

দ্য রিপোর্ট ডেস্ক: ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি করে ১৮৭তম অবস্থান থেকে ১৮৪তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) ফিফা র‌্যাঙ্কিংয়ের আপডেট তালিকা প্রকাশ করেছে ফিফা।

আপডেট র‌্যাঙ্কিংয়ে প্রথম ছয়টি অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। শীর্ষ স্থান ধরে রেখেছে বেলজিয়াম। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে আছে যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন। এক ধাপ উন্নতি করে সপ্তম অবস্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।

গত ১৩ ও ১৭ নভেম্বর নেপাল ফুটবল দলের বিপক্ষে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছিল লাল-সবুজের জার্সিধারীরা। আর দ্বিতীয় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দুই ম্যাচের এই সিরিজটি জেতার কারণেই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই উন্নতি।

অন্যদিকে, বাংলাদেশের কাছে হারের পর নেপাল এক ধাপ নিচে নেমে ১৭১তম অবস্থানে আছে। দুই ম্যাচের একটিতেও জিততে না পারার কারণে নেপাল ৬টি পয়েন্ট হারিয়েছে। তাদের বর্তমান পয়েন্ট ৯৬৮। অন্যদিকে, ৬ পয়েন্ট বেড়ে বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৯২০।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর