thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

করোনায় যুক্তরাষ্ট্রে বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা

২০২০ নভেম্বর ২৯ ১০:৪৫:৪৬
করোনায় যুক্তরাষ্ট্রে বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা

দ্য রিপোর্ট ডেস্ক: করোনা মহামারি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে দিন দিন কর্মহীন মানুষের সংখ্যা বেড়েই চলছে। এ সংখ্যা বিশেষজ্ঞদের ধারণা থেকেও অনেক বেশি।

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের প্রতিবেদন অনুসারে, দেশটিতে গত ২১ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে কাজ হারিয়ে সরকারের কাছে বেকারত্ব সুবিধার জন্য আবেদন করেছেন অন্তত ৭ লাখ ৭৮ হাজার মানুষ, যা অর্থনীতিবিদদের ধারণার চেয়ে প্রায় অর্ধলাখ বেশি।

ডো জোনসের অর্থনীতিবিদদের পূর্বাভাসে ওই সাত দিনে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৭ লাখ ৩৩ হাজার জন বেকারত্ব সুবিধার জন্য আবেদন করতে পারেন বলে জানানো হয়েছিল। এর আগের সপ্তাহেও দেশটিতে ৭ লাখ ৪২ হাজার মার্কিনি বেকারত্ব সুবিধার জন্য আবেদন করেছিলেন।

তবে বেকারের সংখ্যা বাড়লেও ধীরে ধীরে তাদের জন্য বরাদ্দ আর্থিক সহায়তা কমাতে শুরু করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রে বেকারত্ব সুবিধা পাচ্ছেন এমন লোকের সংখ্যা গত দুই সপ্তাহ ধরেই কমছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর