thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

একই দিনে ভিন্ন সময়ে লেনদেন

ডিএসইর কারিগরি ত্রুটি সম্পর্কে জানে না সিএসই

২০১৩ নভেম্বর ১০ ২১:৩৮:২০
ডিএসইর কারিগরি ত্রুটি সম্পর্কে জানে না সিএসই

নূরুজ্জামান তানিম, দিরিপোর্ট২৪ : কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজগুলো নির্ধারিত সময়ে ট্রেডিং সিস্টেমে লগইন করতে ব্যর্থ হয়েছে। ডিএসইর প্রাথমিক পর্যবেক্ষণে বৃহস্পতিবারের লেনদেন নিষ্পত্তিতে বিএনআইটিই প্রক্রিয়ার (রাতে যে লেনদেন নিষ্পত্তি হয়) কিছু অংশ কাজ না করায় রবিবারের লেনদেনের বিএমওআরএন প্রক্রিয়া (সকালে লেনদেন শুরুর প্রস্তুতি) বাধাগ্রস্ত হয়েছে। ফলে দুই স্টক এক্সচেঞ্জের একই দিনে ভিন্ন সময়ে লেনদেন শুরু ও শেষ হয়েছে।

রবিবার সকালে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বপন কুমার বালা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে দেরিতে লেনদেন চালু করার বিষয়ে বিএসইসিকে অবহিত করা হলেও সিএসইকে জানানো হয়নি।

এদিকে এ বিষয়ে সিএসইর সিইও সৈয়দ সাজিদ হোসেন দিরিপোর্ট২৪কে বলেন, ‘রবিবারে ডিএসইর ট্রেডিং সিস্টেমের কারিগরি ত্রুটি সম্পর্কে আমাদেরকে অবহিত করেনি ডিএসই। যার পরিপ্রেক্ষিতে আমরা নির্ধারিত সময়ে লেনদেন চালু করেছি।’

ডিএসইর চিঠিতে উল্লেখ করা হয়, ‘কারিগরি ত্রুটির কারণে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেছে ডিএসই। পর্যবেক্ষণে বৃহস্পতিবারের লেনদেন নিষ্পত্তিতে বিএনআইটিই প্রক্রিয়ার কিছু অংশ যথাসময়ে কাজ করেনি। ফলে রবিবারের লেনদেন বিএমওআরএন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।’

ওই চিঠিতে আরও বলা হয়, ‘ডিএসইর সংশ্লিষ্ট কারিগরি দল (দেশি ও বিদেশি) মিলে এ সিস্টেমের কার্যক্রম স্বাভবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয় ১০টা ১৩ মিনিটে। এ সময়ের মধ্যে ব্রোকার হাউসগুলো লগইন সম্পন্ন করে। ফলে সকাল সাড়ে ১০টার পরিবর্তে ডিএসই তা ১১টায় চালু করে এবং যা শেষ হয় বিকেল ৩টায়।’

ভেন্ডর প্রতিষ্ঠানকে সতর্ক করে ওই চিঠিতে বলা হয়েছে, ‘এ পরিপ্রেক্ষিতে ডিএসইর কারিগরি দল ও সিস্টেমটি সরবরাহকারী প্রতিষ্ঠান (ভেন্ডর) এক্সচেঞ্জিং সলিউশন লিমিটেড (ভারত) এ সমস্যা সমাধানে কাজ করছে। পরবর্তীতে পুরো দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এছাড়া এ ধরণের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে সে বিষয়ে এক্সচেঞ্জিং সলিউশন লিমিটেডকে আহ্বান করা হয়েছে।’

(দিরিপোর্ট২৪/এনটি/এইচএসএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর