thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

চোটাগ্রস্ত হয়ে মাঠের বাইরে ওয়ার্নার

২০২০ নভেম্বর ৩০ ১৫:৩৭:২৮
চোটাগ্রস্ত হয়ে মাঠের বাইরে ওয়ার্নার

দ্য রিপোর্ট ডেস্ক: কুঁচকিতে চোট পেয়ে ভারতের বিরুদ্ধে বাকি এক দিনের সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেডে প্রথম টেস্টেও তাকে পাওয়া যাবে কি না, তা-ও নিশ্চিত নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রথম টেস্টের আগে ওয়ার্নারকে ফিটনেস পরীক্ষা দিতে হবে।

রবিবার সিডনিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান ওয়ার্নার। তার পরই তাকে শেষ এক দিনের ম্যাচ এবং টি টোয়েন্টি সিরিজ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। প্যা

ট কামিন্সকেও সাদা বলের বাকি সিরিজ থেকে তুলে নেওয়া হয়েছে। এক দিনের সিরিজ পকেটে পোরার পর অস্ট্রেলিয়ার এখন লক্ষ্য টেস্ট সিরিজ। সেই কারণেই কামিন্সকে তুলে নেওয়ার সিদ্ধান্ত। কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘টেস্ট সিরিজে আমাদের টিমের দু’জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার প্যাট এবং ডেভিড। ডেভিডকে চোটের জন্য পুনর্বাসনে পাঠানো হয়েছে। এই গরমে মানসিক এবং শারীরিক ভাবে তরতাজা রাখার জন্য প্যাটকেও তুলে নেওয়ার হল।’

ওয়ার্নারের জায়গায় টিমে এলেন ডি’আর্চি শর্ট। কিন্তু কামিন্সের পরিবর্তে এখনও কোনও ক্রিকেটারের নাম জানানো হয়নি।

৩ ম্যাচের এক দিনের সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে অস্ট্রেলিয়া। ২ ডিসেম্বর ক্যানবেরায় তৃতীয় এক দিনের ম্যাচ। ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর