thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

ইয়েমেন থেকে বাংলাদেশি ৫ বন্দিকে মুক্ত করে আনা হচ্ছে

২০২০ ডিসেম্বর ০২ ১৬:৫১:২৭
ইয়েমেন থেকে বাংলাদেশি ৫ বন্দিকে মুক্ত করে আনা হচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক: ইয়েমেনের সানায় ৯ মাস ধরে হুতিদের হাতে বন্দি ৫ বাংলাদেশি নাবিককে মুক্ত করা সম্ভব হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের হস্তক্ষেপে তাদের মুক্ত করে দেশে আনার প্রক্রিয়া চলছে।

বুধবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ৯ মাস ধরে বন্দি থাকা অবস্থায় এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাওয়ার পর তাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়। বন্দিদের মধ্যে একজন প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে।

বাংলাদেশের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় আগামীকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তারা এডেনে আসবেন বলে আশা করা যাচ্ছে। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থার (আইওএম) সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন।

ইয়েমেনে ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করতেন তারা। তাদের সঙ্গে ভারতীয় নাগরিকও বন্দি ছিলেন হুতিদের হাতে।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর