thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সিলেটে গণধর্ষণ: ছাত্রলীগ নেতা সাইফুরসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

২০২০ ডিসেম্বর ০৩ ১১:২০:৩৯
সিলেটে গণধর্ষণ: ছাত্রলীগ নেতা সাইফুরসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুরকে প্রধান আসামি করে আটজনের বিরদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চার্জশিটে এমসি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রণি, মাহফুজুর রহমান মাসুম, অর্জুন লস্কর, বহিরাগত রবিউল ইসলাম, তারেক ওই ঘটনায় সরাসরি যুক্ত ছিলো বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, আরও দুজনকে এ ঘটনায় সাহায‌্যকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ‌্য, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে ওই দম্পতি এমসি কলেজ এলাকায় বেড়াতে গেলে নিজেদের ছাত্রলীগ বলে দাবি করা ৪/৫ জন নেতা-কর্মী তাদের জোর করে ছাত্রাবাসের ভেতরে নিয়ে যায়। পরে ছাত্রাবাসের একটি কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করে তারা।

এ ঘটনায় ৬ ছাত্রলীগ নেতা-কর্মীর নাম উল্লেখসহ মোট ৯ জনের বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর