thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

 আইপিও অনুমোদন পেল দেশ জেনারেল ইন্স্যরেন্স

২০২০ ডিসেম্বর ০৩ ১১:৫০:০০
 আইপিও অনুমোদন পেল দেশ জেনারেল ইন্স্যরেন্স

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডপ্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থকে অর্থ উত্তোলন করতে পারবে। বুধবার(২রা ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম সভায় দেশ জেনারেল ইন্স্যুরেন্সকে এ অনুমোদন দেয়া হয়।বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটিশেয়ারবাজার থেকে ১৬ কেটি টাকা উত্তোলন করবে। এর বিপরীতেপ্রতিটি ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। উত্তোলিতঅর্থকোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড ও ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে (পূনর্মূল্যায়ন ছাড়া) ১১.৬২ টাকায়। আর ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

দ্য রিপোর্ট/এএস/৩ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর