thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

রয়টার্সের প্রতিবেদন

বাংলাদেশে দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি বাড়তে পারে

২০১৩ নভেম্বর ১০ ২১:৪৯:৫৯
বাংলাদেশে দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি বাড়তে পারে

দিরিপোর্ট২৪ ডেস্ক : চলমান রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আরো একধাপ বাড়তে পারে বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। সংস্থাটি তাদের ওয়েবসাইটে রবিবার এ প্রতিবেদন প্রকাশ করে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, গত বছরের অক্টোবরের তুলনায় এ বছর অক্টোবর মাসে দ্রব্যমূল্য ৮.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর মাসে এ বৃদ্ধির পরিমাণ ছিল ৭.৯৩ শতাংশ।

এছাড়া সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির পরিমাণ ৭.১৩ শতাংশ ছিল, যা অক্টোবরে কমে ৭.০৩ শতাংশে নেমে আসে। তবে এ অবস্থা বেশিদিন বজায় থাকবে না বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বাংলাদেশে অব্যাহত রাজনৈতিক সহিংসতার কারণে মুদ্রাস্ফীতি আরো বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

বস্তুদ্রব্যের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি আগের মাসের ৫.৯৪ থেকে অক্টোবরে ৫.০২ শতাংশে নেমে এসেছে। এক্ষেত্রেও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর