thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চলচ্চিত্রশিল্পীরা

২০২০ ডিসেম্বর ০৬ ১৬:৫৩:৩৩
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চলচ্চিত্রশিল্পীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: কুষ্টিয়া শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে দেশের সচেতন সমাজ। প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের শিল্পীরাও।

চলচ্চিত্র শিল্পীদের অনেকেই তাদের ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন। চিত্রনায়ক রিয়াজ তার ফেসবুকে লিখেছেন, ‘এ আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর নয়, এ আঘাত বাংলাদেশের উপর। রক্তে আগুন প্রতিরোধ করো।’ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন চিত্রনায়িকা নিপূন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ রাজাকার আর ধর্মান্ধদের দেশ নয়। যারা আঘাত করেছে ওদের ক্ষমা নেই। ওরা দেশদ্রোহী।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি দাবি করে লিখেছেন, ‘জাতির পিতার ভাস্কর্যের উপর আঘাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ সাইমন সাদিক লিখেছেন, ‘কার ভাস্কর্য ভাঙচুর করছেন? ভাস্কর্য ভাঙচুর যারা করেছে তাদের কঠিন শাস্তির আবেদন করছি।’

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর