thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ট্রেনের নিচে ট্রাক্টরের ইঞ্জিন, প্রাণ হারালেন চালক

২০২০ ডিসেম্বর ০৭ ১৬:৩১:১১
ট্রেনের নিচে ট্রাক্টরের ইঞ্জিন, প্রাণ হারালেন চালক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেললাইনে আটকে পড়া একটি ট্রাক্টরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন নাসির উদ্দিন নামে একজন। তিনি ট্রাক্টরটির চালক।

সোমবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার যাদুপুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা।

নিহত নাসির উদ্দিন গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর গ্রামের বকুলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই সোহেল রানা জানান, বেলা ১১টার দিকে নাচোলের যাদুপুর রেলক্রসিং পার হতে গিয়ে ট্রাক্টরটি রেললাইনে আটকে যায়। এ সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুরগামী একটি কমিউটার ট্রেন ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের ইঞ্জিন ট্রেনের ইঞ্জিনের নিচে ঢুকে যায়। এবং ট্রেনের চাকায় দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় ট্রাক্টর চালক নাসির। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিরের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পরপরই রহনপুর স্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। রেলক্রসিংটি দীর্ঘদিন ধরেই অরক্ষিত আছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর