thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বেড়েছে  ১৮ শতাংশ 

২০২০ ডিসেম্বর ০৭ ১৯:৩১:১২
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বেড়েছে  ১৮ শতাংশ 

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা মহামারীর মধ্যেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জেবিদায়ী (২০১৯-২০২০) অর্থবছরেবিদেশি বিনিয়োগের পরিমান বেড়েছে।ডিএসই সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ৯ হাজার ৬৮৬ কোটি ৪৮ লাখ টাকা।

জানা যায়, গত অর্থবছরেলেনদেন হয়েছিল ৮ হাজার ২১৯ কোটি ৩৩ লাখ টাকা। অর্থ্যাৎ ২০১৮-১৯ বছরের তুলনায় ২০১৯-২০২০ অর্থবছরে লেনদেন বেড়েছে ১ হাজার ৪৬৭ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা।যা আগের বছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ বেশি।

ডিএসইর আর্থিক প্রতিবেদন অনুসারে, বিদায়ী অর্থবছরের বিদেশিরা শেয়ার কিনেছেন ৪ হাজার ১৪৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার। আর শেয়ার বিক্রি করেছেন ৫ হাজার ৫৪২ কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকার।

এর আগের বছর অর্থাৎ ২০১৮-২০১৯ বিদেশিরা শেয়ার কিনেছিল ৪ হাজার ২০১ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকার।এবং বিক্রি করেছিল ৪ হাজার ১৭ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকার। অর্থাৎ আলোচ্য বছরে শেয়ার কেনার চেয়ে বিক্রি বেড়েছে।

দ্য রিপোর্ট/এএস/ ৭ ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর