thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

করোনার প্রথম টিকা নিলেন মার্গারেট

২০২০ ডিসেম্বর ০৮ ১৪:৫৪:৪৩
করোনার প্রথম টিকা নিলেন মার্গারেট

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের টিকা গণহারে দেয়া শুরু করেছে ব্রিটেন। মার্কিন ওষুধ তৈরির প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান গবেষণা সংস্থা বায়োএনটেকের তৈরি করোনা টিকা নিচ্ছেন ব্রিটিশরা। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা নিয়েছেন মার্গারেট কেনান।

উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা মার্গারেটের বয়স ৯০ বছর। এর আগে অনেক কোম্পানি ট্রায়ালে হাজার হাজার মানুষকে টিকা দিলেও চূড়ান্ত অনুমোদনের পর প্রথম ব্যক্তি হিসেবেই করোনা টিকা নিয়েছেন তিনি। খবর বিবিসির।

এনিস্কিলেনের মার্গারেট কেনান বলেন, তিনি ইউনিভার্সিটি হাসপাতাল থেকে করোনা টিকা পেয়েছেন। তিনি নিজেকে বিশেষ কেউ অনুভব করছেন।

করোনাভাইরাস মহামারির অবসান ঘটার প্রথম পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। মহামারি শুরুর এক বছর পর আনুষ্ঠানিকভাবে টিকার অনুমোদন দিয়েছে দেশটি। মঙ্গলবার থেকে সেখানে শুরু হয়েছে গণহারে করোনা টিকাদান উৎসব। দিনটিকে ‘ভি-ডে’ হিসেবে উল্লেখ করেছে বরিস জনসন সরকার।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর