thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে মুমিনুলের

২০২০ ডিসেম্বর ১০ ১০:২৪:০০
অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে মুমিনুলের

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে দুবাইয়ে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বৃদ্ধা আঙ্গুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পরে মুমিনুল হক।

পরে এক্সরেতে ফ্রাকচার ধরা পড়লে দ্রুতই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় বিসিবি। আসছে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিট মুমিনুলকে মাঠে নামাতে চায় বিসিবি তাই এই সিদ্ধান্ত নেয় বিসিবি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এই অস্ত্রোপচার করার কথা থাকলেও সেখানে কোয়ারেন্টাইনের কথা বিবেচনা করে দুইয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দুবাই নিয়ে যাওয়া হয় টাইগারদের টেস্ট ক্যাপ্টেনকে। সব কিছু ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর দেশে ফিরবে মুমিনুল হক।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর