thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বঙ্গবন্ধুর চরিত্রে বলিউডের আদিল হুসেন

২০২০ ডিসেম্বর ১০ ১০:২৬:৩৪
বঙ্গবন্ধুর চরিত্রে বলিউডের আদিল হুসেন

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে প্রেক্ষাপটে রেখে নতুন ছবি করবেন ‘দিল্লি ক্রাইম’ খ্যাত পরিচালক রিচি মেহতা। ছবির নাম ‘ব্যাটল ফর বেঙ্গল’। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করার কথা আদিল হুসেনের। এছাড়া একাধিক বাঙালি অভিনেতাকেও দেখা যাবে ছবিতে। খবর- আনন্দবাজার পত্রিকার।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।সেই মতে চলতি বছরের ১০ মার্চ নাগাদ পরিচালক-সহ ছবির একটি টিম রেকি করতে বাংলাদেশে আসে।

পরিচালকের সঙ্গে সেই টিমে ছিলেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সিনেম্যাটোগ্রাফার আমির মোকরি ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল (অভিনেতা ভিকি কৌশলের বাবা)। চট্টগ্রামে রেকি করাকালীনই দেশ জুড়ে ঘোষণা হয় লকডাউন। ফলে ছবির শুটিং স্থগিত রেখেই ভারতে ফিরে আসে টিম।

জানা গেছে, আগামী বছর মার্চ-এপ্রিল মাস নাগাদ শুরু হবে ছবির শুটিং। লস অ্যাঞ্জেলেসের একটি প্রযোজনা সংস্থা ছবিটির প্রযোজনা করছে।

আগামী বছর মার্চ-এপ্রিল মাস নাগাদ শুরু হবে ছবির শুটিং। লস অ্যাঞ্জেলেসের একটি সংস্থা ছবিটি প্রযোজনা করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর