thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

করোনায় সংগীতার প্রধান সেলিম খানের মৃত্যু

২০২০ ডিসেম্বর ১০ ১২:৩৩:৫১
করোনায় সংগীতার প্রধান সেলিম খানের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দেশের বৃহৎ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার প্রধান ও শীর্ষ সংগীত পরিচালক সেলিম খান। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবির মহাসচিব এসকে সাহেদ আলী পাপ্পু এ খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে সেলিম খানের বয়স হয়েছিল ৫৫ বছর।

সাহেদ আলী পাপ্পু জানান, করোনা পজিটিভ হয়ে ৪ ডিসেম্বর থেকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম খান। অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বৃহস্পতিবার সকালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর লক্ষ্মীবাজারে সেলিম খানের বাসভবনের সামনে জানাজা হবে। পরে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

আশির দশকে সেলিম খানের হাত ধরে দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম হয়। টানা চার দশক ধরে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কালজয়ী ও বহু জনপ্রিয় গানের জন্ম দিয়েছে সংগীতা।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর