thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

দুই ব্রোকারেজ হাউজকে ৪ লাখ টাকা জরিমানা বিএসইসি’র 

২০২০ ডিসেম্বর ১০ ১২:৫৯:০৬
দুই ব্রোকারেজ হাউজকে ৪ লাখ টাকা জরিমানা বিএসইসি’র 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও বিধি-বিধান ভঙ্গের দায়েইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড এবং নর্থ ওয়েস্ট সিকিউরিটিজ লিমিটেডকে জরিমানা করেছেনিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বুধবার বিএসইসির ৭৫২তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড (সিএসই ট্রেক নং-৯৬) এবং নর্থ ওয়েস্ট সিকিউরিটিজ লিমিটেড (সিএসই ট্রেক নং-১৯) সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও বিধি-বিধান ভঙ্গ করেছে। এজন্য উভয় প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

দ্য রিপোর্ট/এএস/১০ ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর