thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০২০ ডিসেম্বর ১১ ১২:০৮:০৮
খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার ১১ (ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আজমিন খান (২৫) ও আমির হোসেন রিয়াজ (২০)। তারা দক্ষিণ বাড্ডা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

খিলক্ষেত থানা পুলিশের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সকালে খিলক্ষেত এলাকায় দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আজমিন ও রিয়াজকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় খিলক্ষেত থানা পুলিশ দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু সরকার জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর