thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

করোনায় আক্রান্ত আরিফিন শুভ ও ফারিয়া

২০২০ ডিসেম্বর ১২ ১৫:৪৯:২৪
করোনায় আক্রান্ত আরিফিন শুভ ও ফারিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় দুই তারকা আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। গত ৯ ডিসেম্বর থেকেই তাদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছে। এরপর পরীক্ষা করান তারা। দু’জনেরই কোভিড-১৯ পজিটিভ এসেছে।

সংক্রামক করোনায় আক্রান্ত হওয়ার কারণে ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’-এর শুটিং থেকে বিরতি নিয়েছেন আরিফিন শুভ। নিজ বাসাতে থেকেই তিনি চিকিৎসকের পরামর্শ মোতাবেক বিশ্রাম নিচ্ছেন।

একটি ভিডিও বার্তা দিয়ে আরিফিন শুভ বলেন, ‘দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনাললি হয়েই গেল। গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসছে। সেটা পজিটিভ। আমি অফিসিয়ালি জানাচ্ছি যে একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি ফুললি আমার বাড়িতে রেস্টে আছি। আশা করছি দ্রত সুস্থ হয়ে আবার কাজে ফিরবো। চিকিৎসক বলে দিয়েছেন যে আমি দ্রুতই সুস্থ হয়ে উঠবো’

অন্যদিকে নুসরাত ফারিয়া করোনায় আক্রান্ত হয়েছেন ‘যদি...কিন্তু...তবুও’ সিনেমার শুটিংয়ে। তিনি একা নন, সিনেমাটির নির্মাতা শিহাব শাহীনও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই ওয়েব সিনেমায় নুসরাত ফারিয়ার সহশিল্পী তারকা অভিনেতা অপূর্ব। তিনিও কিছু দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি ইতোমধ্যে সুস্থ হয়ে শুটিংয়েও ফিরেছেন। এরই মধ্যে নির্মাতা শিহাব শাহীন ও নুসরাত ফারিয়ার সংক্রমণের ফলে আবারও শুটিং স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ‘কন্ট্রাক্ট’ ওয়েব সিরিজটি নির্মাণ করছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু। এটি তৈরি হচ্ছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য। এটিই আরিফিন শুভর প্রথম ওয়েব সিরিজ।

অন্যদিকে ওয়েব ফিল্ম ‘যদি...কিন্তু...তবুও’তে প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করছেন অপূর্ব ও ফারিয়া। এটিও নির্মিত হচ্ছে জি ফাইভের জন্য।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর