thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

বছরের সর্বোচ্চ উত্থান দেখলো শেয়ারবাজার 

২০২০ ডিসেম্বর ১৩ ১৮:৫২:১২
বছরের সর্বোচ্চ উত্থান দেখলো শেয়ারবাজার 

দ্য রিপোর্ট প্রতিবেদক: বছরের সর্বোচ্চ উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারের লেনদেন। এদিনডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৫ পয়েন্টে উঠে এসেছে। এর ফলে ২০১৯ সালের ২৯ আগস্টের পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে আসলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে, রবিবার ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১১৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১৭৭৫ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩৬ কোটি ৫৮ লাখ টাকা যাআগের দিনের তুলনায় বেড়েছে ১১১ কোটি ২৭ লাখ টাকা বেশি।আগের কার্যদিবসে লেনদেন হয় ৮২৫ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৬ টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট, দাম কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে৯০টির দর।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৫১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৪৩ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৬ কোটি ৭১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রূপালী ইন্স্যুরেন্স।

রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৭১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দাম বেড়েছে, দাম কমেছে ৮৮টির এবংঅপরিবর্তিত রয়েছে ৬৪টির দর ।

দ্য রিপোর্ট/এএস/১৩ ডিসেম্বর/২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর