thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

করোনায় আক্রান্ত ইরেশ যাকের

২০২০ ডিসেম্বর ১৪ ১০:৩৭:৫০
করোনায় আক্রান্ত ইরেশ যাকের

দ্য রিপোর্ট প্রতিবেদক: অভিনেতা-প্রযোজক ইরেশ যাকের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে তিনি কোভিড পজিটিভ হয়েছেন। এই মুহূর্তে তিনি নিজের বাসায় আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

করোনা পজিটিভের খবরটি সামাজিক যোগাযোগামাধ্যমে জানিয়েছেন অভিনেতা নিজেই। রোবিবার (১৩ ডিসেম্বর) রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

কয়েক দিন ধরে সর্দি-কাশি ও হালকা জ্বরে ভুগছিলেন তিনি। রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কোভিড টেস্ট করান। রাতেই রিপোর্ট হাতে পান, তাতে জানতে পারেন তিনি করোনা পজিটিভ।

করোনায় আক্রান্ত হওয়ার পর ইরেশ বলেছেন, ‘করোনা পজিটিভ হলাম। গত এক সপ্তাহে যারা আমার কাছাকাছি ছিলেন, তাদের সাবধানে থাকার অনুরোধ করছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, করোনার প্রাথমিক লক্ষণ বিষয়ে। সবার জন্য দোয়া।’

ইরেশ যাকেরের বাবা দেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের গত ২৭ নভেম্বর সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘ চার বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর দুদিন আগে তারও কোভিড-১৯ পজিটিভ আসে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর