thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের দোয়া

২০২০ ডিসেম্বর ১৪ ২০:০১:২২
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের দোয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে দোয়ার আয়োজন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে বক্তব্য দেন। দোয়া পরিচালনা করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, মোঃ সালেহ ইকবাল, এএএম হাবিবুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ মোশাররফ হোসাইন ও মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন। এ দিন ব্যাংকের প্রধান কার্যালয়সহ ১৬টি জোন ও ৩৬৬টি শাখায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।'

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর