thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

কওমি আলেমদের সঙ্গে বৈঠকের আজ সিদ্ধান্ত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২০ ডিসেম্বর ১৫ ১০:০২:২০
কওমি আলেমদের সঙ্গে বৈঠকের আজ সিদ্ধান্ত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভাস্কর্য ইস্যুতে দেশব্যাপী চলমান অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন দেশের কওমি মাদরাসাগুলোর শীর্ষ আলেমরা। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও উপস্থিত ছিলেন।

সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৯টায় বৈঠক শুরু হয়ে তা শেষ হয় সাড়ে ১১টায়। বৈঠক শেষে কোন সিদ্ধান্ত কিংবা আলোচনার কোনো বিষয় নিয়ে কথা বলেনি কোন পক্ষ। তবে মঙ্গলবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বৈঠকে কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী ও মাওলানা নূর আহমদ কাসেম।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর