thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় প্রথম ইমাম নিয়োগ

২০২০ ডিসেম্বর ১৫ ১০:৩২:৫৫
ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় প্রথম ইমাম নিয়োগ

দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন ইতিহাসে প্রথমবার ইমাম নিয়োগ দেয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায়। সম্মানজনক পদে আসীন হয়ে অনন্য নজির গড়লেন মোহাম্মদ ইয়াসির খান। এক বিজ্ঞপ্তিতে ক্যালিফোর্নিয়া রাজ্যসভার স্পিকার অ্যান্থনি রেন্ডন বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে গেল ৭ ডিসেম্বর দায়িত্ব দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, 'ইমাম ইয়াসির খান ক্যালিফোর্নিয়ার বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করছেন। আমার রাজ্যে মুসলিম সম্প্রদায়ের সম্প্রসারণ দেখেছি এবং ধর্মীয় ও নাগরিক উভয় নেতাদের ঘনিষ্ঠ হয়েছি। এদের মতো ইয়াসির খানও ক্যালিফোর্নিয়ার আধ্যাত্মিক এবং নাগরিক প্রাণশক্তিতে অবদান রাখার প্রবল ইচ্ছা পোষণ করেছেন।'

ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় প্রথম ইমাম হিসেবে নিয়োগ প্রসঙ্গে ইয়াসির খান বলেন, 'আল্লাহ আমাকে এখানে এনেছেন এবং আমাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি, এটি দেশের অন্য ইমাম ও ইসলামী নেতাদের পদপ্রাপ্তির একটি পদক্ষেপ হবে।

রাজ্যসভায় ইমামের কাজ মূলত প্রতিটি অধিবেশন শুরুর আগে দোয়া পাঠ করা। এটি মুসলিমদের অন্য সম্প্রদায়গুলোর আরও কাছাকাছি আসার সুযোগ করে দেবে বলে মনে করেন ইয়াসির খান।

তিনি গত ছয় বছর স্থানীয় কাউন্টি কারাগার, শেরিফ অফিস ও বিভিন্ন হাসপাতালে ইমাম হিসেবে কাজ করেছেন। প্রতিষ্ঠা করেছেন আল-মিসবাহ নামে একটি অলাভজনক সংস্থা। সংস্থাটি স্বল্প আয়ের পরিবারগুলোকে স্বচ্ছল করতে সাহায্য করে আসছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের- সিএআইআর স্থানীয় নির্বাহী পরিচালক বাসিম এলকারা বলেন, আমেরিকান মুসলিমরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ, এই নিয়োগ সেটারই বার্তা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর