thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

৫০০ অসহায়ের পাশে হাকিম দম্পতি

২০২০ ডিসেম্বর ১৫ ১০:৫২:০০
৫০০ অসহায়ের পাশে হাকিম দম্পতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: সদ্য করোনা জয় করা অভিনেতা আজিজুল হাকিম এবং তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম সোমবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার উজানচর গ্রামে ৫০০ মানুষের মধ্যে শীতের কম্বল ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন। গত রোজার ঈদে এই উদ্যোগ নেয়া হলেও বন্যার কারণে সে সময় তা স্থগিত হয়ে যায়।

এ প্রসঙ্গে জিনাত হাকিম বলেন, ‘বন্যার কারণে আমরা করোনায় ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের সহায়তা করতে পারিনি। পরবর্তীতে আমি আমার দাদাবাড়ীর স্কুল সাহাজউদ্দিন মন্ডল ইনিস্টিউটের প্রধান শিক্ষিকা আরিফা বেগম (পারভীন) আপার সঙ্গে পরামর্শ করে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নেই। তারিখও নির্ধারণ করি।’

তিনি বলেন, ‘এরপর দূর্ভাগ্যজনকভাবে পারভীন আপা এবং দুলাভাই করোনায় আক্রান্ত হন। তারা সুস্থ হওয়ার পর আমরা সপরিবারে করোনায় আক্রান্ত হই। বর্তমানে শীতের পাশাপাশি করোনার প্রকোপও বেড়েছে। ডাক্তারের পরামর্শে বাসাতেই আছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আত্মীয়-স্বজন ও স্থানীয় প্রশাসনের গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিক ভাইদের সহযোগিতায় গ্রামবাসীদের কাছে আমাদের উপহার পৌঁছে দেব। যার মধ্যে রয়েছে ৫০০ কম্বল ও ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী।’

জানা গেছে, খাদ্যসামগ্রীর প্যাকেটে ১০ কেজি চাল, ডাল, তেল, সাবান, লবণ, সেমাই, দুধ, চিনি, মাস্ক ইত্যাদি রয়েছে। জিনাত হাকিমের খালাতো বোন তানজিলা আফরোজ সুজানা শীতবস্ত্র সংগ্রহে সহযোগিতা করেছেন। জিনাত হাকিম মনে করেন, করোনার এ সময়ে একে অপরের পাশে থাকা প্রয়োজন।

তিনি বলেন, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের সাহায্যর জন্য সবার এগিয়ে আসা উচিত। যে যার সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের এই উদ্যোগে অন্যরাও উৎসাহিত হবে বলে আমাদের প্রত্যাশা।’

উল্লেখ্য, গত ১০ নভেম্বর আজিজুল হাকিমের করোনা শনাক্ত হয়। পরিস্থিতির অবনতি হলে ১২ নভেম্বর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ নভেম্বর তিনি সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন। এছাড়া অভিনেতার স্ত্রী এবং ছেলেও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর