thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জাবি প্রেসক্লাবের সাথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা

২০২০ ডিসেম্বর ১৬ ২৩:১৩:০০
জাবি প্রেসক্লাবের সাথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের সাথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জাবি প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এদিন, জাবি প্রেসক্লাবের আমন্ত্রণে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদকমশিউর রহমান খান সংগঠনটির অন্যান্য সাংবাদিক নেতাদের নিয়ে জাবি প্রেসক্লাব পরিদর্শন করেন। এসময়জাবি প্রেসক্লাবের সভাপতি মো. মূসা ও সহ-সভাপতি আবু সায়েম তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

সভায় মুরসালিন নোমানী বলেন, ‘যারা ক্যাম্পাসে সাংবাদিকতা করে তারা একেকজন পূর্ণাঙ্গ রিপোর্টার। কারণ তাদেরকে সব বিটেই কাজ করতে হয়। এখানে বিট ভাগ করা নেই। তাই ক্যাম্পাস সাংবাদিকতা একই সাথে চ্যালেঞ্জের ও সাহসের।’
মশিউর রহমান খান বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতার মাধ্যমে ভবিষ্যতের বড় বড় সাংবাদিকের জন্ম হয়। আজ যারা প্রতিষ্ঠিত গণমাধ্যমে সিনিয়র সাংবাদিক হিসেবে কাজ করছেন তারা অনেকেই ক্যাম্পাস সাংবাদিকতার মাধ্যমে উঠে এসেছেন। যারা ক্যাম্পাসে সাংবাদিকতা করে পরবর্তীতে সাংবাদিকতা পেশায় তাদের কাজ অনেক সহজ হয়ে যায়। তাই ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চা মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ সাংবাদিক তৈরির জন্য দারুণ সহায়ক।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দারিয়া, কার্যকরী সদস্য এম এম জসিম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র‌্যাব) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, জাবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অরিত্র দাস, দপ্তর সম্পাদক হাসান তানভীর, ইমন মাহমুদ প্রমুখ।
দ্য রিপোর্ট/জে/১৬ ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর