thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

লাইফ সাপোর্টে পারটেক্সের চেয়ারম্যান

২০২০ ডিসেম্বর ১৭ ১১:২২:০২
লাইফ সাপোর্টে পারটেক্সের চেয়ারম্যান

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাণঘাতী করোনায় সংক্রমিত হয়েছেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বুধবার বিকেলে তার অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে আসায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। করোনা পজিটিভ আসার পর গত ১১ ডিসেম্বর দেশের শীর্ষ এই শিল্পপতিকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার গণমাধ্যমকে বলেন, ‘তার বাবার অবস্থা গুরুতর। তিনি তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

শিল্পপতি এমএ হাসেম ২০০১ সালে বিএনপি থেকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০১৬ সালে তিনি আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার ঘোষণা দিয়ে রাজনীতি থেকে বিদায় নেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর