thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ

২০২০ ডিসেম্বর ১৭ ১৮:৫১:১০
অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বিএসসি অনার্স কোর্সের বিভিন্ন বিষয়ের যেসব শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা করোনার কারণে গ্রহণ করা সম্ভব হয়নি সেসব পরীক্ষাদের ফল স্থগিত রাখা হয়েছে। শিগগিরই ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর এসব শিক্ষার্থীর ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NUH3Exam Roll লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করলে পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকেও জানা যাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর