thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ওয়েব দুনিয়ায় এবার সুইটি

২০২০ ডিসেম্বর ১৮ ১৮:৩৫:৫৫
ওয়েব দুনিয়ায় এবার সুইটি

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাকালীন এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ওয়েব প্ল্যাটফর্মগুলোর চাহিদা তুঙ্গে। যার কারণে নির্মাতাদের মধ্যে বেড়েছে ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্ম নির্মাণের ঝোঁক। তাতে অভিনয়ও করছেন দেশীয় নাটক ও চলচ্চিত্রের তারকারা।

সেই তালিকায় এবার নাম লেখালেন একসময়ের জনপ্রিয় মডেল ও নাট্য অভিনেত্রী তানভীন সুইটি। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। নাম ‘ওভারটাইম’। এই সিরিজটি পরিচালনা করছেন সামীর। বর্তমানে এটির শুটিং চলছে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে।

সুইটি বলেন, ‘সিরিজটির গল্প এবং আমার চরিত্র দুটিই বেশ আকর্ষণীয়। তাই কাজটি করছি। একটি কর্পোরেট অফিসের ভেতরকার কিছু বিষয় নিয়েই এটির গল্প। আশা করছি দর্শকদের জন্য এটি উপভোগ্য হবে।’

এছাড়া অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসানের পরিচালনায় ‘পিছুটান’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকেও বর্তমানে কাজ করছেন সুইটি। এই নাটকটি বিটিভিতে প্রচার হচ্ছে। পাশাপাশি পাঁচ বছর পর সুইটি একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনায়ও ফিরছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর