thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

‘টিকায় নারীদের দাড়ি, মানুষ কুমির হতে পারে’

২০২০ ডিসেম্বর ১৯ ১৮:২২:৩৮
‘টিকায় নারীদের দাড়ি, মানুষ কুমির হতে পারে’

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের পর এবার এ মহামারির টিকা নিয়েও বিদ্রূপ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিনি মনে করেন, ফাইজার-বায়োএনটেকের টিকা নিলে মানুষ কুমিরে রূপান্তরিত হতে পারে বা নারীর দাড়ি গজাতে পারে। পুরুষকণ্ঠ পরিণত হতে পারে নারীকণ্ঠেও। এএফপি।

নিজে করোনা আক্রান্ত হওয়ার পরও ভাইরাসটি নিয়ে অবস্থানের কোনও পরিবর্তন নেই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর। তিনি এটিকে সামান্য ফ্লু বা সাধারণ জ্বর-সর্দি বলে আখ্যায়িত করেছেন। এ সপ্তাহে তিনি টিকা নেবেন না বলে জানিয়েছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেন, ফাইজারের টিকা নিলে কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য আমরা দায়ী থাকব না। টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে ইঙ্গিত করে বলসোনারো বলেন, ‘যদি তুমি অতিমানব হয়ে যাও, যদি নারীর দাড়ি গজাতে শুরু করে অথবা পুরুষ নারীদের গলায় কথা বলতে শুরু করে, তাহলে কিছু করার থাকবে না।’

ব্রাজিলে অনেক দিন ধরেই ফাইজারের টিকার ট্রায়াল চলছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে এই টিকাকে অনুমতিও দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে ব্যবহার করার জন্য। ব্রাজিলেও এই টিকা প্রয়োগ শুরু হলে তা বিনামূল্যে হবে কিন্তু বাধ্যতামূলক হবে না বলেই জানিয়েছেন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ব্রাজিলে করোনা আক্রান্তে সংখ্যা ৭১ লাখের বেশি। মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ৮৫ হাজার মানুষের।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর