thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে যেভাবে

২০২০ ডিসেম্বর ১৯ ১৮:২৯:৫১
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে যেভাবে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সারাদেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। সময় দেয়া হবে ১ ঘন্টা । বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট না থাকলেও বিজ্ঞান ইউনিটের জন্য বাংলা, ইংরেজি ও আইসিটির বিষয়ে প্রশ্ন থাকবে। শনিবার (১৯ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মান বণ্টন ও পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বাংলা ইনসাইডারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলা ইনসাইডারকে বলেন, পরীক্ষায় পাশ-ফেল থাকবেনা। গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষাটা নেয়া হবে। পরীক্ষার ফল দেয়ার পর কোন বিশ্ববিদ্যালয় কীভাবে ভর্তি নেবে সেটা তাদের ব্যাপার। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব চাহিদা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তি করতে পারবে।

২০১৯ সালের শিক্ষার্থীরাও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় আবেদন করলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হতে পারবে না বলে বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন তিনি।

তিনি আরও বলেন, বিভাগ পরিবর্তনের ইউনিট না থাকলেও মেধাক্রম এবং যোগ্যতা অনুযায়ী এক বিভাগের শিক্ষার্থী অন্য বিভাগে ভর্তি হতে পারবে।

জানা যায় যে, আবেদন যোগ্যতা হিসেবে আর্টস শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি’তে মোট পয়েন্ট ৬, কমার্সে ৬.৫ এবং সাইন্সে ৭ থাকতে হবে। সকল ক্ষেত্রেই উভয় পরীক্ষায় ৩ পয়েন্ট এর কম থাকতে পারবে না। শুধুমাত্র ২০১৯ ও ২০২০ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে।

পরীক্ষার মানবন্টনের ক্ষেত্রে সাইন্সের শিক্ষার্থীদের বাংলা ১০, ইংরেজি ১০, রসায়ন ২০, পদার্থ ২০, আইসিটি/ম্যাথ/বাইলোজি এই তিনটি থেকে যে কোন দুটিতে উত্তর করা যাবে ২০ নম্বর করে। আর্টস শিক্ষার্থীদের বাংলায় ৪০, ইংরেজিতে ৩৫ ও আইসিটি ২৫ নম্বরের পরীক্ষা হবে। কমার্সের শিক্ষার্থীদের একাউন্টিং ২৫, বিজনেজ অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট ২৫, বাংলা ১৩, ইংরেজি ১২ ও আইসিটি ২৫ নম্বরের পরীক্ষা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর