thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘সংসদ বহাল রেখেই নির্বাচন, মন্ত্রী-এমপিরা প্রটোকল পাবেন না’

২০১৩ অক্টোবর ০৯ ১৫:৪৫:৪৬ ০০০০ 00 ০০ ০০:০০:০০
‘সংসদ বহাল রেখেই নির্বাচন, মন্ত্রী-এমপিরা প্রটোকল পাবেন না’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘বর্তমানে ক্ষমতাসীন মহাজোট সরকার আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বৈধভাবে ক্ষমতায় থাকবে। বর্তমান সংসদ বহাল রেখেই নির্বাচন হবে। তবে মন্ত্রী কিংবা সংসদ সদস্যরা কোনো প্রটোকল পাবেন না।’

খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এর আগে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার সঙ্গে বৈঠক করেন তিনি।

খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘আগামী ২৪ অক্টোবর পরবর্তী মন্ত্রিসভার আকার নিয়ে প্রধানমন্ত্রী বলতে পারবেন। মন্ত্রিসভা ছোট হবে নাকি কেমন হবে এই বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। বর্তমান সংসদ বহাল রেখেই নির্বাচন সম্ভব। এক্ষেত্রে মন্ত্রী কিংবা সংসদ সদস্যরা কোনো প্রটোকল পাবেন না।’

তিনি বলেন, ‘এখনো প্রধান বিরোধী দলের সঙ্গে সংলাপ সম্ভব। আর নির্বাচনকালীন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীই সরকারপ্রধান থাকবেন।’

খাদ্যমন্ত্রী জানান, মার্কিন রাষ্ট্রদূত মজিনা বলেছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া উচিত। এজন্য তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

মজিনা মন্ত্রীকে আরো জানান, প্রধান বিরোধীদল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসবে না বলেও তিনি মনে করেন।

(দিরিপোর্ট২৪/এএস/জেএম/অক্টোবর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর