thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

করোনামুক্ত কৃতি শ্যানন

২০২০ ডিসেম্বর ২০ ১৫:৪৮:১৬
করোনামুক্ত কৃতি শ্যানন

দ্য রিপোর্ট ডেস্ক: করোনামুক্ত হলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন চলতি সময়ের এই অভিনেত্রী। টুইটারে বিএমসি (ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন) কর্তৃপক্ষ ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন এ নায়িকা। শুভ কামনার জন্য অনুরাগীদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

কৃতি সম্প্রতি রাজকুমার রাওয়ের সঙ্গে একটি সিনেমার শুটিং শেষ করেন পাঞ্জাবের চণ্ডীগড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতি একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন, তার শুটিং শেষ হয়েছে এবং বাড়ির পথে রওনা দিয়েছেন। এরপরই খবর আসে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

গত, ৬ ডিসেম্বর তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে ৯ ডিসেম্বর ইনস্টাগ্রামে কোভিডে আক্রান্ত হওয়ার আনুষ্ঠানিক বিবৃতি দেন কৃতি।

শিগগিরই কৃতি শ্যাননকে ‘মিমি’ সিনেমায় দেখা যাবে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি ও সাই তমহঙ্কর। এছাড়া অক্ষয় কুমারের সঙ্গে ‘বচ্চন পান্ডে’ সিনেমায় তাকে দেখা যাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর