thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচক কমেছে ,লেনদেন বেড়েছে

২০২০ ডিসেম্বর ২০ ১৬:২৮:১২
সূচক কমেছে ,লেনদেন বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সূচকের পতনে শেষ হয়েছেঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারের লেনদেন। এদিন সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৭৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১১৭০ ও ১৭৯৪ পয়েন্টে ।

ডিএসইতে দিনভর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৬০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৫৫ কোটি ২৫ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭০৫ কোটি ৬ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩৫৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮১টির, দর কমেছে ২১৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫৮ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ইউনিট। এদিন লেনদেন হওয়া ৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, দর কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

দ্য রিপোর্ট/এএস/২০ ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর