thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচকের বড় উত্থান,লেনদেনও বেড়েছে

২০২০ ডিসেম্বর ২১ ১৩:১৩:৪৭
সূচকের বড় উত্থান,লেনদেনও বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সূচকের বড় উত্থানে শেষ হয়েছেঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারের লেনদেন। এদিন ডিএসই প্রধান মূল্যসূচক৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১১৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১১৮২ ও ১৮১১ পয়েন্টে।

ডিএসইতে দিনভর টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ১৩৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গতকাল লেনদেন হয়েছিল ৮৬০ কোটি ৩২ লাখ টাকার। এ হিসেবে আজআগের দিন থেকে ২৭৫ কোটি ৩৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ৩৫৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩০টির, দর কমেছে ১৪৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৫৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ২৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। এদিন লেনদেনে অংশ নেওয়া মোট ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, দর কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

দ্য রিপোর্ট/এএস/২১ ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর