thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জাবি ডিবেট অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা 

২০২০ ডিসেম্বর ২৪ ১৮:২৪:৪৪
জাবি ডিবেট অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা 

জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (JUDO) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ‘শুদ্ধ স্বপ্নের সত্য সাধনে' এই স্লোগানকে ধারণ করে ২৩ ডিসেম্বর, বুধবার এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইমুম মৌসুমী বৃষ্টিকে সভাপতি ও সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান আনজুম করিমকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি (প্রশাসন): শফি মাহমুদ সাগর (নৃবিজ্ঞান, ৪৫), সহ -সভাপতি (বাংলা): সাজিদ হাসান চৌধুরী অভি (আন্তর্জাতিক সম্পর্ক, ৪৫), সহ-সভাপতি (ইংরেজি): রোকেয়া আশা (নৃবিজ্ঞান, ৪৬)।
এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) পদে : জিল্লাল হোসাইন সৌরভ (ইতিহাস, ৪৬), যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি): তাসফিয়া আফরিন ফারিয়া (মার্কেটিং, ৪৬), যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ): নূর আহম্মদ হোসাইন বিন্দু (প্রানীবিদ্যা, ৪৫), সাংগঠনিক সম্পাদকঃ তাপসী দে প্রাপ্তি (অর্থনীতি , ৪৭), সহ সাংগঠনিক সম্পাদক: আল রাব্বি সিমেন্স , (ভূগোল ও পরিবেশ , ৪৭), অনুষ্ঠান সম্পাদকঃ জাফর ইমাম (অর্থনীতি, ৪৭), অর্থ সম্পাদকঃ মনিকা ইয়াসমিন মনি (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ৪৭), দপ্তর সম্পাদকঃ নির্বাচিতা চক্রবর্তী (দর্শন ৪৭), প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ রাশেদুল ইসলাম (ভূগোল ও পরিবেশ, ৪৭), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদকঃ মাজহার তাহমিদ (ইংরেজি, ৪৮), শিক্ষা ও গবেষণা সম্পাদকঃ জাহিদুল ইসলাম (সরকার ও রাজনীতি, ৪৮), প্রেস ও মিডিয়া সম্পাদকঃ আব্দুল্লাহ আল হাবিব (সরকার ও রাজনীতি, ৪৮), ইংরেজি সেশন সমন্বয়কঃ রাতুল হাসান (প্রাণ-রসায়ন ও অনুপ্রাণ বিভাগ,
৪৮)।
কার্যনির্বাহী সদস্য: নাকীব ইসলাম (ইংরেজি ৪৮), মেহেদী হাসান (আন্তর্জাতিক সম্পর্ক ৪৮), ইশতিয়াক আহমেদ ( ভুগোল ও পরিবেশ ৪৮)।
অনুষ্ঠানে জুডোর মডারেটর ড. এটিএম আতিকুর রহমান বলেন, "জেইউডিও বিতর্ককে কেবল শ্রেণিকক্ষে কিংবা অডিটোরিয়ামে আবদ্ধ করে রাখেনি, চেয়েছে বিতর্ককে একটি সামাজিক আন্দোলনে রুপান্তর করতে এবং সফল হয়েছে।
অনুষ্ঠানে জুডোর উপদেষ্টা অধ্যাপক ড. আলমগীর কবির বলেন," জেইউডিও শুধুমাত্র বিতর্কে অংশগ্রহণই করেনি, শুরু থেকেই বিতর্কের চর্চা এবং বিতর্কের মান উন্নয়নে কাজ করেছে"।
উল্লেখ্য, কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়েরউপাচার্য, অধ্যাপক ড. ফারজানা ইসলাম। মডারেটর হিসেবে রয়েছেনইতিহাস বিভাগেরঅধ্যাপকড. এটিএম আতিকুর রহমান।
এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী (পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ প্রদানকেন্দ্র, জাবি), অধ্যাপক ড. আলমগীর কবির (পরিচালক, ছাত্র-শিক্ষক কেন্দ্র, জাবি)।
দ্য রিপোর্ট/এএস/জে/২৪ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর