thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

হাসপাতালে ভর্তি মেগাস্টার রজনীকান্ত

২০২০ ডিসেম্বর ২৬ ১১:৪৬:১০
হাসপাতালে ভর্তি মেগাস্টার রজনীকান্ত

দ্য রিপোর্ট ডেস্ক: অসুস্থ হয়ে হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তার রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে ওঠানামা করছে বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসকরা। শুক্রবার সকালে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সকালে হাসপাতালটির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রজনীকান্তের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। মেডিকেল পরীক্ষাও করা হয়েছে। করোনা সংক্রমণের কোনো লক্ষণও নেই। তবে যতক্ষণ না অভিনেতার রক্তচাপ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ চিকিৎসকদের নজরদারিতেই থাকবেন তিনি।

কিছুদিন আগেই নিজের রাজনৈতিক দলের তামিলনাড়ু বিধানসভা ভোটে লড়ার ঘোষণা করেছিলেন রজনীকান্ত। তবে তার আগে অভিনেতার একটি নতুন ছবির শ্যুটিংয়ের সময় চার কর্মী করোনা সংক্রমিত হওয়ায় নিজেকে নিভৃতবাসে রেখেছিলেন তিনি। পরে পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এলেও নিভৃতবাসেই ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর