thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

তন্বীকে মারধরের ইস্যুতে ছাত্রলীগের জরুরি সভায় হট্টগোল

২০২০ ডিসেম্বর ২৮ ১০:৪০:৪৫
তন্বীকে মারধরের ইস্যুতে ছাত্রলীগের জরুরি সভায় হট্টগোল

ঢাবি প্রতিনিধি: ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার এক জরুরি সভা ডেকেছিলেন সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সভায় সম্প্রতি ছাত্রলীগের জুনিয়র নেত্রী ফাল্গুনী তন্বীকে মারধরের ঘটনায় অভিযুক্ত সিনিয়র দুই নেত্রী বেনজীর নিশি এবং জেসমিন শান্তার শাস্তির দাবি তোলা হলে পক্ষে-বিপক্ষে হট্টগোল সৃষ্টি হয়।

সভায় উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের ঘটনায় জড়িত সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও ঢাবির শামসুন নাহার হল শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক জেসমিন শান্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহান খান।

এসময় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামস-ই নোমান ওই ঘটনায় অভিযুক্ত বেনজির হোসেন নিশির পক্ষ নিয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। চিৎকার করে তিনি বলেন, মারধরের জন্য নিশিকে শাস্তি দিতে হলে সিনিয়রকে গালি দেয়ার জন্য তন্বীকেও শাস্তির আওতায় আনতে হবে।

এসময় শাসম ই নোমান উপস্থিত অন্যান্য নেতাদের তোপের মুখে পড়েন ও সভায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, তন্বীর ওপর হামলাকে নিন্দনীয় ও সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত কাজ উল্লেখ করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। লেখক বলেন, তন্বী সুস্থ হলে ভুক্তভোগী ও অভিযুক্তদের একসঙ্গে নিয়ে বসে এ ঘটনার সমাধান করা হবে।

প্রসঙ্গত, পরিবার বিএনপি সংশ্লিষ্ট বলার অজুহাতে গত সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ফাল্গুনী দাস তন্বীকে মারধর করে বেনজির হোসেন নিশি। তার সঙ্গে অংশ নেন জেসমিন শান্তা। মারধরের শিকার তন্বী এখন রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন।

তন্বীকে মারধরের বিষয়টি ছাড়াও ছাত্রলীগের জরুরি সভায় আলোচনার বিষয় ছিল ৪ঠা জানুয়ারি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শূন্যপদে পদায়ন ও জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন।

সভা সূত্রে জানা যায়, আগামী ৪ জানুয়ারির আগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে কথা বলে শূন্যপদে পদায়ন করা হবে। এছাড়া এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে হওয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর