thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

সূচকের উত্থান,লেনদেন কমেছে 

২০২০ ডিসেম্বর ২৮ ১৫:০৫:৩১
সূচকের উত্থান,লেনদেন কমেছে 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সূচকের উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারের লেনদেন।অপরদিকে কমেছে লেনদেনের পরিমান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই প্রধান মূল্যসূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৪৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১২৩১ ও ১৯২৪ পয়েন্টে।

ডিএসইতে দিনভর টাকার পরিএক হাজার ৫২৯ কোটি ৩০ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছিলএক হাজার ১৩৭ কোটি ৩৪ লাখ টাকার। এ হিসেবে আজ আগের দিন থেকে ১৮২ কম লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ৩৬১ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৪টির, দর কমেছে ১৪২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই৪৭ পয়েন্ট বেড়েছে । লেনদেন হয়েছে৪৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার। এদিন লেনদেনে অংশ নেওয়া মোট ২৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, দর কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির।

দ্য রিপোর্ট/এএস/২৮ ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর