thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

সূচকের টানা উত্থান,লেনদেনও বেড়েছে

২০২০ ডিসেম্বর ২৯ ১৮:১৯:১৪
সূচকের টানা উত্থান,লেনদেনও বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সূচকের টানা উত্থানে শেষ হয়েছেঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারের লেনদেন । এনিয়ে টানা পাঁচদিন সূচকের উত্থান দেখলো পুঁজিবাজার। এদিন ডিএসইতে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও। তবে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই প্রধান মূল্যসূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৫৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১২৪৩ ও ১৯২৫ পয়েন্টে।

ডিএসইতে দিনভর টাকার পরিমানে লেনদেন হয়েছেএক হাজার ৩৮৩ কোটি ৮৯ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছিল ১৩৪৬কোটি ৩৪ লাখ টাকার। এ হিসেবে আজ আগের দিন থেকে ৩৬ কোটি টাকা কম লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ২৮৫ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩০টির, দর কমেছে ১৬৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির।

মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়েছে । লেনদেন হয়েছে ৪২কোটি টাকারশেয়ার ইউনিট। এদিন লেনদেনে অংশ নেওয়া মোট ২৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, দর কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ টির।

দ্য রিপোর্ট/এএস/২৯ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর