thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে জাবি ছাত্রলীগের আনন্দ র‌্যালী 

২০২০ ডিসেম্বর ৩০ ১৯:৪৯:০৮
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে জাবি ছাত্রলীগের আনন্দ র‌্যালী 

জাবি প্রতিনিধি:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩০ডিসেম্বর, বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করেছে। এ উপলক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র‌্যালীর আয়োজন করে। র‌্যালীটি বেলা ১২ টায় পরিবহন চত্ত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত সমাবেশে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হুসাইন রাজন বলেন, “শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, গণতন্ত্রের সরকার। শেখ হাসিনার সরকার ছিলো বলেই আমরা ভোটাধিকার পেয়েছি, গণতন্ত্র পেয়েছি। আগে ভোট দিতে গিয়ে সারাদিন চলে যেত কিন্তু এখন ইভিএমের মাধ্যমে অল্প সময়েই আমরা ভোট দিতে পারছি। এদেশের মানুষ উন্নয়নের পক্ষ্যে। তাই তারা বাংলাদেশ আওয়ামীলীগকে বেছে নিয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ, ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে।”
এসময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বায়োজিদ রানা কলিন্স, আজিজুর রহমান লিলু, যুগ্ম-সম্পাদক আফফান হোসেন আপন, নাট্য ও বিতর্ক সম্পাদক রতন বিশ্বাস, সহ-সম্পাদক আখতারুজ্জমান সোহেল, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, উপ-পাঠাগার ও সাহিত্য সম্পাদক শাহরুখ শাহরিয়ার সৌমিকসহ বিভিন্ন হল ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
দ্য রিপোর্ট/জে/এএস/৩০ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর