thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

রাখি সাওয়ান্তের নাক ফাটালেন জেসমিন

২০২০ ডিসেম্বর ৩১ ১০:২৩:০২
রাখি সাওয়ান্তের নাক ফাটালেন জেসমিন

দ্য রিপোর্ট ডেস্ক: বিতর্কের অন্য নাম বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বিগ বসের চলতি সিজনে অংশ নিয়েছেন তিনি। বিগ বসের ঘরে তার নাক ফাটালেন আরেক প্রতিযোগীজেসমিন ভাসিন। মূলত বিগ বসের ঘরে কুৎসিত এক বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন রাখি-জেসমিন। তারপরই এই ঘটনা ঘটে!

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে—রাখির দাবি, তার কফি কেউ চুরি করেছিল। এজন্য তিনি সবাইকে অভিশাপ দিতে থাকেন। চিৎকার করে বলেন, ‘যে কফি নিয়েছে সে দুর্ঘটনায় মরে যাবে।’ এ ধরনের অভিশাপ শুনে ক্ষেপে যায় ঘরের বাকি সদস্যরা। অ্যালি গনি এবং অনুভব শুক্লাও কোমর বেঁধে নেমে পড়েন। তারা চিৎকার করে বলে উঠেন, ‘এই মহিলা কি পাগল! এভাবে কারো মৃত্যুকামনা করে!’

উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়েই শেষ হয়নি এই ঘটনা। জেসমিন ভাসিন মেজাজ ধরে রাখতে পারেননি। তাই রাখির মুখোমুখি হন তিনি। বেশ কিছুক্ষণ চিৎকার করার পর একটি ভারী মুখোশ রাখির মাথায় চাপিয়ে দেন জেসমিন। ব্যস, এই আঘাতে নাক ফেটে যায় রাখির। নাক ফেটে যাওয়ার পরও থেমে যাননি রাখি। বরং কাঁদতে কাঁদতে নিজেকে আরো আঘাত করতে থাকেন। টেবিলে মাথা ঠুকেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর