thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

ডিএসই পিই রেশিও বেড়েছে  ৩১.১০ শতাংশ 

২০২০ ডিসেম্বর ৩১ ১৩:৩২:৫৯
ডিএসই পিই রেশিও বেড়েছে  ৩১.১০ শতাংশ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:২০২০ সাল শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত শেয়ারের সার্বিক মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই রেশিও বেড়েছে ৩.৫৮ পয়েন্ট বা ৩১.১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২০ সালে ডিএসইর সার্বিক মার্কেট পিই রেশিও দাড়িয়েছে ১৫.০৯ ৷ যা ২০১৯ সালে ছিল ১১.৫১৷

পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালে ব্যাংকিং খাতেরমূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল সর্বনিম্ন যার মার্কেট পিই ৮.১০। অন্যদিকে, ফুয়েল এন্ড পাওয়ার খাতের মার্কেট পিই ১১.১৭; মিউচ্যুয়াল ফান্ডের মার্কেট পিই রেশিও ১৩.৭৫; টেক্সটাইল খাতের মার্কেট পিই ১৪.৪৫; টেলিকমিউনিকেশন খাতের মার্কেট পিই ১৭.৯৯ ; ইঞ্জিনিয়ারিং খাতের মার্কেট পিই ১৮.২৫; সার্ভিসেস এন্ড রিয়েল এস্টেট খাতের মার্কেট পিই ১৮.৪৩; ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস খাতের মার্কেট পিই ১৮.৮৫; ট্যানারি খাতের মার্কেট পিই ২১.১১; ফুড এন্ড এ্যালাইড প্রোডাক্ট খাতের মার্কেট পিই ২৩.০১; আর্থিক খাতের পিই ২৩.৩৬; সিরামিক খাতের মার্কেট পিই ২৪.৮৫; আইটি-খাতের মার্কেট পিই ২৫.৪৭; সিমেন্ট খাতের মার্কেট পিই ২৫.৬৪; ইন্স্যুরেন্স খাতের মার্কেট পিই ২৫.৯১; বিবিধ খাতের মার্কেট পিই ২৬.৩৬;ট্রাভেল এন্ড লেইজার ২৯.৩১; পেপার এন্ড প্রিন্টিং খাতের মার্কেট পিই ৩৪.৭৫ এবং জুট খাতের মার্কেট পিই ৫০.২৬৷

দ্য রিপোর্ট/এএস/৩১ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর