thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বাজার মূলধনে বছরের সেরা ওয়ালটন

২০২০ ডিসেম্বর ৩১ ১৬:২৪:১৩
বাজার মূলধনে বছরের সেরা ওয়ালটন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বছরের শেষদিকে পুঁজিবাজারে গতি ফিরেছে। গতিশীল বাজারে মূলধনের দিক দিয়ে শীর্ষ রয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সেরা মূলধনের তালিকায় প্রতিষ্ঠানের অবস্থায় দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে গ্রামীণফোন।

দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের মার্কেট রিভিউয়ে এ তথ্য জানা গেছে। বাজারে মূলধনের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো। চতুর্থ অবস্থানে স্কয়ার ফার্মা, পঞ্চম অবস্থানে রবি, ষষ্ঠ ইউনাইটেড পাওয়ার, সপ্তম রেনাটা, অষ্টম বেক্সিমকো ফার্মা, নবম আইসিবি এবং দশম অবস্থানে রয়েছে ম্যারিকো।

এদিকে, বছরের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২৩০ কোটি টাকা।

মোট বাজার মূলধনের ১২ শতাংশ গ্রামীণফোনের। ২০২০ সালের শেষ কার্যদিবসে কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৬ হাজার ৮৬৮ কোটি টাকা। আগের বছর একই সময়ে মূলধন ছিল ৩৬ হাজার ৮৩৬ কোটি টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে মূলধন ২৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৪৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৪০ কোটি টাকা। পুঁজিবাজারের মোট মূলধনের ৮ দশমিক ৭ শতাংশই ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের। কোম্পানির শেয়ার সর্বশেষ ১ হাজার ১১৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো লিমিটেড এর বাজার মূলধন দাঁড়িয়েছে ২১ হাজার ২৫৪ কোটি টাকা। যা পুরো বাজার মূলধনের ৫ দশমিক ৫ শতাংশ। কোম্পানির শেয়ার সর্বশেষ ১ হাজার ১৮০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাজার মূলধন দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৫৭ কোটি টাকা। যা মোট বাজার মূলধনের ৫ শতাংশ। কোম্পানির শেয়ার সর্বশেষ ২১৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

রবি আজিয়াটার বাজার মূলধন দাঁড়িয়েছে ১৫ হাজার ৬০৯ কোটি টাকা। যা মোট বাজার মূলধনের ৪ শতাংশ। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

মোট বাজার মূলধনের ৩ দশমিক ৬ শতাংশ ইউনাইটেড পাওয়ারের। কোম্পানির বাজার মূলধন ১৩ হাজার ৮৮৬ কোটি টাকা। শেয়ার সর্বশেষ ২৬৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

এছাড়া রেনাটার বাজার মূলধন দাঁড়িয়েছে ৯ হাজার ৮০৫ কোটি টাকা, বেক্সিমকো ফার্মার ৮ হাজার ৪৯৮ কোটি টাকা, আইসিবির ৭ হাজার ৫৮২ কোটি টাকা এবং ম্যারিকোর ৬ হাজার ৭৩৭ কোটি টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর