thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট 25, ২৭ শ্রাবণ ১৪৩২,  ১৭ সফর 1447

অধিক মূল্যে বিডিং,সাজা পেলেন ৫ কোম্পানির বিনিয়োগকারীরা 

২০২০ ডিসেম্বর ৩১ ২২:১৪:৫৯
অধিক মূল্যে বিডিং,সাজা পেলেন ৫ কোম্পানির বিনিয়োগকারীরা 

দ্য রিপোর্ট প্রতিবেদক: কাট-অব প্রাইস থেকে বেশি মূল্যেবিডিং করায়, পুঁজিবাজারে তালিকাভূক্ত পাঁচ কোম্পানির বিনিয়োগকানাীদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিএসইসির৭৫৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিগুলো হলো, পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, বাজারে তালিকাভূক্তওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মীর আখতার হোসাইন লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) এবং ইনটেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব যোগ্য বিনিয়োগকারী কাট অফ প্রাইজ থেকে২০০ শতাংশের অধিক মূল্যে বিডিং করেছেন তাদেরকে পরবর্তী তিনটি আইপিওতে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

যেসব যোগ্য বিনিয়োগকারী ১৫০ শতাংশ থেকে ২০০ শতাংশের অধিক মূল্যে বিডিং করেছেন তাদের পরবর্তী দুইটি এবংযেসব যোগ্য বিনিয়োগকারী কাট-অফ প্রাইসের ১০০ থেকে ১৫০ শতাংশের অধিক মূল্যে যেসব যোগ্য বিনিয়োগকারী বিডিং করেছেন তাদেরকে পরবর্তী একটি আইপিওতে অংশগ্রহণের জন্য অযোগ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্য রিপোর্ট/এএস/৩১ ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর