thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন বেড়েছে ২৯ শতাংশ

২০২১ জানুয়ারি ০২ ১৪:০০:৫১
সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন বেড়েছে ২৯ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের ব্যবধানে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গড় লেনদেন বেড়েছে ২৮.৯৯ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহের ৪ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৮০০ কোটি টাকা অর্থ্যাৎ দৈনিক গড়ে লেনদেন হয়েছেএক হাজার ৪৫০ কোটি ৮৬ লাখ টাকার বেশি।আগের সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয় ৫হাজার ৬০০ কোটি টাকা অর্থ্যাৎ দৈনিক গড়ে লেনদেন হয় ১ হাজার ১২৪ কোটি টাকা। এ হিসেবে সপ্তাহের ব্যবধানে গড়ে লেনদেন বৃদ্ধি পায় ২৮.৯৯ শতাংশ।

গড় লেনদেন ছিল এক হাজার ১২৪ কোটি ৭৫ লাখ টাকার। এই হিসাবে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৩২৬ কোটি ১১ লাখ ৫৫ হাজার টাকার বা ২৮.৯৯ শতাংশ।এবং সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩.৫২ শতাংশ।

আলোচ্য সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স অবস্থান করছে ৫ হাজার ৪০২ দশমিক ০৭ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ২১৮ দশমিক ৩৭ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ১৮৩ দশমিক ৭০ পয়েন্ট ।

আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৬৮টি কোম্পানি। এর মধ্যে দাম বেড়েছে ২২৯টির কোম্পানির, কমেছে ৭৮টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২২৯ কোটি ৪৩ লাখ টাকার । এ সময়ে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪.০২ শতাংশ।

দ্য রিপোর্ট/এএস/০২ জানুয়ারী,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর