thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

জঙ্গলে গিয়ে আচমকা দেখা মিলল সাবেকের

২০২১ জানুয়ারি ০২ ১৬:৪৬:০২
জঙ্গলে গিয়ে আচমকা দেখা মিলল সাবেকের

দ্য রিপোর্ট ডেস্ক: পরিবারের সঙ্গে রণথম্ভোর ন্যাশনাল পার্কে ঘুরতে যান রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেখানে আচমকা সাবেক প্রেমিকার মুখোমুখি হয়ে পড়েন ‘বরফি’ নায়ক। অবশ্য দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিং।

এরপর রণবীর, আলিয়ার পাশে পোজ দিতে দেখা যায় দীপিকা, রণবীর সিংকে। সে ছবি প্রকাশ্যে আসতেই ফের গুঞ্জন শুরু হয়ে যায়।

অনেকের প্রশ্ন, রণবীর-আলিয়া কি পরিকল্পনা করেই দীপবীরের সঙ্গে রণথম্ভোরে বেড়াতে গেছেন? তবে ‘পদ্মাবত’ নায়ক জানান, তারা কোনো পরিকল্পনা করে একসঙ্গে বেড়াতে যাননি। রণথম্ভোরে আচমকাই রণবীর-আলিয়ার সঙ্গে দেখা হয়ে যায়। এরপরই তারা একসঙ্গে পোজ দেন।

আলিয়ার বোন শাহিন ভাট ও সোনি রাজদান ছিলেন এ ভ্রমণে। রণথম্ভোরের জঙ্গল সাফারিতে গিয়ে একই গাড়িতে দেখা যায় তাদের। বাদ পড়েননি রণবীরের মা অভিনেত্রী নীতু কাপুর ও বোন রিদ্ধিমা।

এর আগে শোনা যায়, রণথম্ভোরে বাগদান সেরে ফেলবেন আলিয়া ও রণবীর। তবে অভিনেতা জানান, আপাতত এ সম্ভাবনা নেই।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর